বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | জেলে গিয়েছিলেন চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে, সেখানেই পুলিশের হাতে গ্রেপ্তার আরও এক সন্ন্যাসী

দেবস্মিতা | ৩০ নভেম্বর ২০২৪ ১৯ : ২৩Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: চিন্ময় দাসের পর আরও এক সন্ন্যাসী গ্রেপ্তার বাংলাদেশে। ইনিও ইসকনের সন্ন্যাসী বলেই জানা গিয়েছে। শ্যামদাস প্রভু নামে ওই সন্ন্যাসী জেলে চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে যান। সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার কথা প্রথম জানান কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান বিষয়টি। 

 

 

তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, পুলিশের কাছে শ্যামদাসের গ্রেপ্তারি ওয়ারেন্ট ছিল না। তিনি ওই সন্ন্যাসীর ছবি পোস্ট করে জানিয়েছেন, 'এঁকে কি জঙ্গি বলে মনে হয়? নিরীহ ব্রহ্মচারীদের এইভাবে গ্রেপ্তার অত্যন্ত বেদনাদায়ক ও বিরক্তিকর।' ফ্রিইসকনমঙ্কস বাংলাদেশ নামে হ্যাশট্যাগ দিয়ে তিনি এই পোস্ট করেন।  প্রসঙ্গত, চট্টগ্রামে উত্তেজনা অব্যাহত। ইসকনের মন্দিরে চলছে ভাঙচুর। শুক্রবার চট্টগ্রামে তিনটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। যার জেরে ওই এলাকা থেকে দলে দলে হিন্দুরা ঘর ছেড়েছেন। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ওই এলাকায় মিছিলও বের করে জামাত-ই-ইসলামি। জানা গিয়েছে সেখানকার বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী হলেও প্রাণভয়ে ঘর ছেড়েছেন। 

 


ঘটনার সূত্রপাত কী থেকে? ইসকনের সন্ন্যাসী এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশ সরকার গত কয়েকদিন আগে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই গোটা বাংলাদেশ জুড়ে সনাতনী ধর্মাবলম্বীরা পথে নেমে প্রতিবাদে সামিল হন।

 

 

এর মধ্যেই গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল। সেখানে তাঁর জামিন না মঞ্জুর হয়ে যায়। এরপর তাঁকে জেলে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। সেইসময় বাঁধে বিপত্তি। তাঁর ভক্তরা প্রিজন ভ্যান অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে উপস্থিত পুলিশ বাহিনী তাঁদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ফাটাতে থাকে, সঙ্গে চলতে থাকে গ্রেনেড নিক্ষেপ। প্রায় দু'ঘন্টা ধরে সংঘর্ষ চলার পরে চিন্ময় দাসকে জেলে পাঠানো সম্ভব হয়েছে। সঙ্গে ছিলেন আইনজীবীদের দলও। এই সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। তখন কুপিয়ে মারা হয় সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে। আইনজীবীদের তরফ থেকে চট্টগ্রাম আদালতে একদিনের জন্য কাজ স্থগিত রাখা হয়। অন্যদিকে চিন্ময় দাসের জামিন মেলেনি। তাঁর সঙ্গে দেখা করতে যান আরেক সন্ন্যাসী। তখনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 


#bangladesh# BangladeshPriest# ShyamDasPrabhu#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

স্ত্রীয়ের মৃত্যুর ক’দিন পর ফের করা যাবে বিয়ে, হত্যাকারী স্বামীর গুগল সার্চ দেখে শিওরে উঠল পুলিশ...

রাশিয়ার আকাশে উজ্জ্বল আলো, গোটা এলাকা জুড়ে আতঙ্ক...

শেখ হাসিনা সরকারই বাংলাদেশের সব ধ্বংস করেছে, এবার পাল্টা দাবি ইউনূসের ...

অশান্ত সময়ে জেল পালানো ২২০০ বন্দির মধ্যে ৭০০ জন এখনও পলাতক, জানাল বাংলাদেশ সরকার...

জাপানের প্রযুক্তি তাক লাগিয়ে দিল বিশ্বকে, প্রতি ঘরে এবার তৈরি হবে শক্তি...

কমিউনিস্ট প্রভাব থেকে মুক্তিই লক্ষ্য? তাই কি দক্ষিণ কোরিয়া জুড়ে জারি সামরিক শাসন? ...

মৃতদেহ নিয়ে ধ্যান! সন্ধান মিলল ৭৩টি মৃতদেহের, হাড়হিম করা কাণ্ড বৌদ্ধ মঠে...

১৯৯২ সালে আজকের দিনে পাঠানো হয়েছিল প্রথম এসএমএস, কী লেখা ছিল সেই বার্তায়?...

গতে বাধা জীবনে বিরক্ত, একঘেয়েমি কাটাতে নিজের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি যুবকের...

কতবার খসে পড়ে এই প্রাণীর লেজ, জানলে চোখ কপালে উঠবে ...

রিলস দেখতে গিয়ে সময়জ্ঞান নেই! আপনার 'ব্রেন রট' হয়নি তো? কী বলছে অক্সফোর্ড অভিধান? ...

এই ধনকুবেরের সংগ্রহে রয়েছে ৭০০০টি গাড়ি, রয়েছে ৬০০ রোলস রয়েস, ২৫টি ফারারি...

আদর খাচ্ছে ছোট্ট কিং কোবরা, ভিডিও দেখলে গা শিউরে উঠবে...

ছুটির দিনে ডেকেছিলেন বস, কাজের শেষে কেনা লটারির টিকিটে ভাগ্যের চাকা ঘুরে গেল এই কর্মীর...

মহাকাশে অন্য গবেষণায় ব্যস্ত সুনীতা উইলিয়ামস! চাষ করছেন লেটুস, তবে খাওয়ার জন্য নয়...



সোশ্যাল মিডিয়া



11 24